ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আতঙ্কে চাষিরা, থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
  • / ১৬১ বার পড়া হয়েছে

সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার মোক্তারপুর মাঠে প্রায় সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে মোক্তারপুর বেনাজুলা মাঠে সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দামুড়হুদা মডেল থানায় ৭-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন ভুট্টাখেতের মালিক খলিল।
এলাকাবাসী সূত্রে ও সরেজমিনে দেখা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আয়ুব আলীর বেনাজুলা মাঠে ২ বিঘা ১২ কাঠা, একই গ্রামের আত্তাব আলীর ছেলে খলিলুর রহমানের ২ বিঘা ১০ কাঠা ও তাঁর ভাই জলিলের ২ বিঘা ১০ কাঠা জমির ভুট্টাগাছ রাতের আধারে কে বা কারা শুত্রুতা করে কেটে দিয়েছেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা মাঠে গিয়ে দেখেন, ভুট্টাগাছ কাটা। প্রতিবেশীরা জমির মালিকদের খবর দিলে তাঁরা জমিতে গিয়ে দেখেন তাঁদের প্রায় ৭ বিঘা জমির ভুট্টাগাছ কে বা কারা কেটে দিয়েছেন। এ সময় ভুট্টা চাষিরা কান্না করতে থাকেন। এ ঘটনার পর এলাকার চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ‘আমাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।’ তাঁদের এ ধরণের ক্ষতি হওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন। এর আগেও একই গ্রামের চাষি টোকনের এক বিঘার অধিক পরিমাণ জমির ভুট্টা ঠিক একইভাবে কেটে দেওয়া হয়েছিল বলে থানায় অভিযোগ দেওয়া হয়। কে বা কারা এ ধরনের নিকৃষ্ট কাজ করেছেন, তা তদন্ত করে তাঁদের আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ, এমটিই প্রত্যাশা এলাকাবাসীর।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খলিল বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে, কারা এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আতঙ্কে চাষিরা, থানায় অভিযোগ

আপলোড টাইম : ১০:১৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০

সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার মোক্তারপুর মাঠে প্রায় সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে মোক্তারপুর বেনাজুলা মাঠে সাত বিঘা জমির ভুট্টাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দামুড়হুদা মডেল থানায় ৭-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন ভুট্টাখেতের মালিক খলিল।
এলাকাবাসী সূত্রে ও সরেজমিনে দেখা যায়, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আয়ুব আলীর বেনাজুলা মাঠে ২ বিঘা ১২ কাঠা, একই গ্রামের আত্তাব আলীর ছেলে খলিলুর রহমানের ২ বিঘা ১০ কাঠা ও তাঁর ভাই জলিলের ২ বিঘা ১০ কাঠা জমির ভুট্টাগাছ রাতের আধারে কে বা কারা শুত্রুতা করে কেটে দিয়েছেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা মাঠে গিয়ে দেখেন, ভুট্টাগাছ কাটা। প্রতিবেশীরা জমির মালিকদের খবর দিলে তাঁরা জমিতে গিয়ে দেখেন তাঁদের প্রায় ৭ বিঘা জমির ভুট্টাগাছ কে বা কারা কেটে দিয়েছেন। এ সময় ভুট্টা চাষিরা কান্না করতে থাকেন। এ ঘটনার পর এলাকার চাষিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ‘আমাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।’ তাঁদের এ ধরণের ক্ষতি হওয়ায় সবাই হতাশ হয়ে পড়েছেন। এর আগেও একই গ্রামের চাষি টোকনের এক বিঘার অধিক পরিমাণ জমির ভুট্টা ঠিক একইভাবে কেটে দেওয়া হয়েছিল বলে থানায় অভিযোগ দেওয়া হয়। কে বা কারা এ ধরনের নিকৃষ্ট কাজ করেছেন, তা তদন্ত করে তাঁদের আইনের আওতায় নিয়ে আসবে পুলিশ, এমটিই প্রত্যাশা এলাকাবাসীর।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খলিল বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত করে দেখা হচ্ছে, কারা এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।