ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২২৭ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
আজ শুক্রবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় প্রতিমন্ত্রীর মেহেরপুরের নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তিনি বিমানপথে যশোরে এসে পৌঁছাবেন সকাল ৯টার দিকে। সেখান থেকে সড়ক পথে তিনি মেহেরপুরে পৌছাবেন। এদিন বিকাল ৪টার সময় মেহেরপুর ভৈরব নদীর পাড় সংলগ্ন সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন শনিবার সকাল ৯টায় মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন এবং বিকাল ৪টায় যশোর বিমান বন্দরের উদ্দেশে তিনি মেহেরপুর ত্যাগ করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মেহেরপুরে এটি প্রতিমন্ত্রীর ২য় সফর। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে (মেহেপুর সদর ও মুজিবনগর) থেকে সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপলোড টাইম : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯

মেহেরপুর অফিস:
আজ শুক্রবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় প্রতিমন্ত্রীর মেহেরপুরের নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তিনি বিমানপথে যশোরে এসে পৌঁছাবেন সকাল ৯টার দিকে। সেখান থেকে সড়ক পথে তিনি মেহেরপুরে পৌছাবেন। এদিন বিকাল ৪টার সময় মেহেরপুর ভৈরব নদীর পাড় সংলগ্ন সড়কের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন শনিবার সকাল ৯টায় মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন এবং বিকাল ৪টায় যশোর বিমান বন্দরের উদ্দেশে তিনি মেহেরপুর ত্যাগ করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মেহেরপুরে এটি প্রতিমন্ত্রীর ২য় সফর। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে (মেহেপুর সদর ও মুজিবনগর) থেকে সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।