ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘আজকের তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনারে ডিসি জিয়াউদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • / ৪০০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

নিজে ভালো হতে হবে অন্যকেও ভালো করতে হবে
নিজস্ব প্রতিবেদক: এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ‘আজকের তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- উন্নয়নের ভাবনা আজকের দিনে খুব বেশি প্রাসঙ্গিক। এই উন্নয়ন শুধু একটি বিষয়কে কেন্দ্র করে মানুষ ও রাষ্ট্রকে প্রভাবিত করে না; বরং অনেক বিষয়ই উন্নয়নের সঙ্গে যুক্ত এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো একে অন্যের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিককালে মানব উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে। এই মানব উন্নয়ন বলতে এখন শুধু দক্ষতা বৃদ্ধিকে বোঝায় না, বরং বর্তমান সময়ে মানুষের মন ও আচরণগত বৈশিষ্ট্যও বোঝায়। তরুণ সমাজের উন্নয়ন হলে জাতির মেয়াদ শক্তিশালী হয়ে উঠবে; দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগোবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাই পারে সবক্ষেত্রে সংস্কার আনতে। নিজে ভালো হতে হবে নিজের বন্ধুদেরকেও ভালো করার চেষ্টা করতে হবে।
এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এম. মাহবুবুল আশরাফ, কর্মসূচি সমন্বয়কারী কাউসার আলম কনক, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাল মাসুম আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, পুলিশ পরিদর্শক মোল্লা মোহাম্মদ সেলিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আওয়াল হোসেন, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান, ওসমান করিম, তুহিন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী পারভীন খাতুন, তামান্না আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা এডাবের সদস্য সচিব ইলিয়াস হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘আজকের তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনারে ডিসি জিয়াউদ্দীন আহমেদ

আপলোড টাইম : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮

নিজে ভালো হতে হবে অন্যকেও ভালো করতে হবে
নিজস্ব প্রতিবেদক: এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ‘আজকের তরুণ সমাজ ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- উন্নয়নের ভাবনা আজকের দিনে খুব বেশি প্রাসঙ্গিক। এই উন্নয়ন শুধু একটি বিষয়কে কেন্দ্র করে মানুষ ও রাষ্ট্রকে প্রভাবিত করে না; বরং অনেক বিষয়ই উন্নয়নের সঙ্গে যুক্ত এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো একে অন্যের সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিককালে মানব উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হচ্ছে। এই মানব উন্নয়ন বলতে এখন শুধু দক্ষতা বৃদ্ধিকে বোঝায় না, বরং বর্তমান সময়ে মানুষের মন ও আচরণগত বৈশিষ্ট্যও বোঝায়। তরুণ সমাজের উন্নয়ন হলে জাতির মেয়াদ শক্তিশালী হয়ে উঠবে; দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগোবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারাই পারে সবক্ষেত্রে সংস্কার আনতে। নিজে ভালো হতে হবে নিজের বন্ধুদেরকেও ভালো করার চেষ্টা করতে হবে।
এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এম. মাহবুবুল আশরাফ, কর্মসূচি সমন্বয়কারী কাউসার আলম কনক, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাল মাসুম আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, পুলিশ পরিদর্শক মোল্লা মোহাম্মদ সেলিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আওয়াল হোসেন, আকাঙ্খার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র সাজেদুর রহমান, ওসমান করিম, তুহিন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী পারভীন খাতুন, তামান্না আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা এডাবের সদস্য সচিব ইলিয়াস হোসেন।