ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আগামী ১ বছরের মধ্যে চুয়াডাঙ্গা হবে সড়ক দুর্ঘটনামুক্ত জেলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • / ৪০৬ বার পড়া হয়েছে

মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই’র আয়োজনে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা একটি ভয়াবহ রুপ ধারণ করেছে। সেক্ষেত্রে রাস্তা-ঘাট অবৈধ দখলমুক্ত করতে পারলে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে।’ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সফলতা কামনা করে জেলা প্রশাসক বলেন, ‘সকলের সহযোগিতা পেলে আগামী ১ বছরের মধ্যে চুয়াডাঙ্গাকে দূর্ঘটনামুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিসচা-চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এড. আলমগীর হোসেন। এ ছাড়াও নিসচা- জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাবুদ সরকার, সহসভাপতি কোহিনুর বেগম, এড. হানিফ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার কাকলী, অর্থ সম্পাদক শামিম হোসেন, সদস্য কানিজ সুলতানা, পারভীন লাইলা মালিক, ওবাইদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর হোসেন, হাফিজ উদ্দীন, প্রচার সম্পাদক শাহিন ইকবাল, যুব সম্পাদক শামিম হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহমেদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র চুয়াডাঙ্গা-মেহেরপুরের সহকারি পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সরকার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক-উল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ডা. আবুল বাশার, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমূখ। নাজমুল আহমেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নরে সাধারন সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ অফিসের সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু, কম্পিউটার অপারেটর নুর হাসান সজীবসহ সরকারি কর্মকর্তা ও মোটর শ্রমিক ইউনিয়নরে নেতা-কর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
এদিকে, মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিআই প্রকৌশলী শামীমুল কবীর, সহকারী শিক্ষক ফরিদ আহামেদ, মোনারুল ইসলাম, আলী হোসেন, নিবাস চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের প্রমুখ।
অপরদিকে, মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা চিত্র তুলে ধরা হয়েছে। সেই সাথে শিশুদের রাস্থার পাশে খেলা করা থেকে বিরতি থাকা, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পাথার্ক্য নিরাপদ সড়কের চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বাসস্ট্যান্ডে ভিডিও চিত্র প্রদর্শন পরিচালনা করেন কম্পিউটার অপারেটর নুর হাসান সজীব। এসময় সেখানে বিআরটিএ অফিসের সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু, স্বাধীন, মিল্টনসহ স্থানীয় জনগন ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য, চালকেরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার। এদিকে সকাল সাড়ে ১০টার জেলা পুলিশের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, বাস মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক অহিদুল ইসলাম খোকন। এসময় চালক, সহকারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রীসহ সকলের সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আগামী ১ বছরের মধ্যে চুয়াডাঙ্গা হবে সড়ক দুর্ঘটনামুক্ত জেলা

আপলোড টাইম : ০৮:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত : চুয়াডাঙ্গার অনুষ্ঠানে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই’র আয়োজনে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সড়ক দূর্ঘটনা একটি ভয়াবহ রুপ ধারণ করেছে। সেক্ষেত্রে রাস্তা-ঘাট অবৈধ দখলমুক্ত করতে পারলে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে।’ নিরাপদ সড়ক চাই আন্দোলনের সফলতা কামনা করে জেলা প্রশাসক বলেন, ‘সকলের সহযোগিতা পেলে আগামী ১ বছরের মধ্যে চুয়াডাঙ্গাকে দূর্ঘটনামুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিসচা-চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এড. আলমগীর হোসেন। এ ছাড়াও নিসচা- জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাবুদ সরকার, সহসভাপতি কোহিনুর বেগম, এড. হানিফ উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার কাকলী, অর্থ সম্পাদক শামিম হোসেন, সদস্য কানিজ সুলতানা, পারভীন লাইলা মালিক, ওবাইদুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর হোসেন, হাফিজ উদ্দীন, প্রচার সম্পাদক শাহিন ইকবাল, যুব সম্পাদক শামিম হোসেন বিপ্লব প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহমেদ’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ’র চুয়াডাঙ্গা-মেহেরপুরের সহকারি পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সরকার, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক-উল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ডা. আবুল বাশার, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমূখ। নাজমুল আহমেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নরে সাধারন সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ অফিসের সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু, কম্পিউটার অপারেটর নুর হাসান সজীবসহ সরকারি কর্মকর্তা ও মোটর শ্রমিক ইউনিয়নরে নেতা-কর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
এদিকে, মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিআই প্রকৌশলী শামীমুল কবীর, সহকারী শিক্ষক ফরিদ আহামেদ, মোনারুল ইসলাম, আলী হোসেন, নিবাস চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের প্রমুখ।
অপরদিকে, মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা চিত্র তুলে ধরা হয়েছে। সেই সাথে শিশুদের রাস্থার পাশে খেলা করা থেকে বিরতি থাকা, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পাথার্ক্য নিরাপদ সড়কের চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বাসস্ট্যান্ডে ভিডিও চিত্র প্রদর্শন পরিচালনা করেন কম্পিউটার অপারেটর নুর হাসান সজীব। এসময় সেখানে বিআরটিএ অফিসের সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু, স্বাধীন, মিল্টনসহ স্থানীয় জনগন ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য, চালকেরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, রোববার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএ’র সহকারী পরিচালক বিলাস সরকার। এদিকে সকাল সাড়ে ১০টার জেলা পুলিশের আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, বাস মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক অহিদুল ইসলাম খোকন। এসময় চালক, সহকারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রীসহ সকলের সচেতন হওয়ার আহ্বান জানান।