ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আকাশে রহস্যময় নীল রঙ, ‘ইউএফও’ নিয়ে জল্পনা তুঙ্গে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / ১১০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:
ইউএফও নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ইউএফও ঘিরে বিস্ময় আরও ছড়াল। ওহুর দ্বীপপুঞ্জের বাসিন্দারা গত সপ্তাহে সমুদ্রের ওপরের আকাশে কটি রহস্যজনক নীল বস্তু দেখতে পান বলে দাবি উঠেছে। সন্ধ্যার আকাশে এই দৃশ্য দেখেই শুরু হয়েছে নতুন আলোচনা। হাওয়াই নিউজ নাউয়ের খবরে বলা হয়েছে, ওই অজ্ঞাতবস্তুটিকে দেখার পরে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি ফোন নম্বরে ফোন করে বস্তুটির ব্যাপারে জানতে চান।
অনলাইনে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে, জ্বলজ্বল করছে নীল বস্তুটি। একই সঙ্গে সেটি আকাশের বুকে চলমান ও ঘোরাফেরাও করছে। কেউ কেউ আবার এটিকে এলিয়েন বা ইউএফও বলেছে। একজন টুইটার ব্যবহারকারী, আবার জানিয়েছে, এটি আসলে একটি এলইডি ঘুড়িও হতে পারে। মরিয়া নামের এক মহিলা হাওয়াই নিউজকে জানিয়েছেন, এই ‘ইউএফও’ প্রিন্সেস কাহানু এস্টেটের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, “আমি উপরে তাকাই এবং তারপরে আমি ওহ স***” এরপরেই তিনি তাঁর স্বামীকে ডেকে বলেন, ‘দেখ, আমি যা দেখছি, তাই কি তুমিও দেখতে পাচ্ছ?” তিনি জানান, এই জিনিসটা দেখে তিনি ও তাঁর পরিবার এতই আকর্ষিত হয়েছিল যে, তাঁরা গাড়ি করে সেটিকে অনুসরণ করতে শুরু করেন। একসময় সেটি সমুদ্রের দিকে নেমে যায়। শুধু মরিয়া না, আরও অনেকে আকাশে এই নীল বস্তু দেখেছে। তাঁদেরও দাবি সেটি ধীরে ধীরে সমুদ্রে মিশে গেছে বলে মনে হয়েছে। এফএএর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওই সময় কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আকাশে রহস্যময় নীল রঙ, ‘ইউএফও’ নিয়ে জল্পনা তুঙ্গে

আপলোড টাইম : ১০:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

প্রযুক্তি ডেস্ক:
ইউএফও নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে ইউএফও ঘিরে বিস্ময় আরও ছড়াল। ওহুর দ্বীপপুঞ্জের বাসিন্দারা গত সপ্তাহে সমুদ্রের ওপরের আকাশে কটি রহস্যজনক নীল বস্তু দেখতে পান বলে দাবি উঠেছে। সন্ধ্যার আকাশে এই দৃশ্য দেখেই শুরু হয়েছে নতুন আলোচনা। হাওয়াই নিউজ নাউয়ের খবরে বলা হয়েছে, ওই অজ্ঞাতবস্তুটিকে দেখার পরে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি ফোন নম্বরে ফোন করে বস্তুটির ব্যাপারে জানতে চান।
অনলাইনে সামনে আসা ছবিগুলোতে দেখা যাচ্ছে, জ্বলজ্বল করছে নীল বস্তুটি। একই সঙ্গে সেটি আকাশের বুকে চলমান ও ঘোরাফেরাও করছে। কেউ কেউ আবার এটিকে এলিয়েন বা ইউএফও বলেছে। একজন টুইটার ব্যবহারকারী, আবার জানিয়েছে, এটি আসলে একটি এলইডি ঘুড়িও হতে পারে। মরিয়া নামের এক মহিলা হাওয়াই নিউজকে জানিয়েছেন, এই ‘ইউএফও’ প্রিন্সেস কাহানু এস্টেটের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, “আমি উপরে তাকাই এবং তারপরে আমি ওহ স***” এরপরেই তিনি তাঁর স্বামীকে ডেকে বলেন, ‘দেখ, আমি যা দেখছি, তাই কি তুমিও দেখতে পাচ্ছ?” তিনি জানান, এই জিনিসটা দেখে তিনি ও তাঁর পরিবার এতই আকর্ষিত হয়েছিল যে, তাঁরা গাড়ি করে সেটিকে অনুসরণ করতে শুরু করেন। একসময় সেটি সমুদ্রের দিকে নেমে যায়। শুধু মরিয়া না, আরও অনেকে আকাশে এই নীল বস্তু দেখেছে। তাঁদেরও দাবি সেটি ধীরে ধীরে সমুদ্রে মিশে গেছে বলে মনে হয়েছে। এফএএর কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওই সময় কোনও বিমান দুর্ঘটনা ঘটেনি।