ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অল্পের জন্য প্রাণেরক্ষা রুপসা ট্রেনের হাজারো যাত্রীর : ২৫ মিনিট বিলম্বে কপোতাক্ষ’র যাত্রা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
  • / ৪৫৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রেললাইনের উপর দিয়ে নেয়া ৩৩ কেভি মেইন লাইনের গার্ডওয়্যার ছিড়ে বিপত্তি

নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক তার ছিড়ে যেন ট্রেনের উপর না পড়ে সে জন্য দেয়া হয় জিআই তারের তৈরী গার্ডওয়্যার। এবার সেই গার্ডওয়্যার ছিড়ে ট্রেনের উপর পড়ে ঘটলো বিপত্তি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল হাজারো ট্রেনযাত্রী। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার কদমতলা মোড় এলাকায় রেললাইনের উপর দিয়ে নেয়া ৩৩ কেভি মেইন লাইনের গার্ডওয়্যার ছিঁড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা (৭২৮/ডাউন) ট্রেনের উপর পড়ে। কোন ধরণের ক্ষয়ক্ষতি কিংবা দুর্ঘটনা না হলেও অল্পের জন্য থমকে যায় ট্রেনটি। সবকিছু ঠিক ঠাক আছে এমন আশ্বাসে কিছু সময় পর আবারো ট্রেনটি যাত্রা করে। তবে তারের গার্ডওয়্যার ছিড়ে রেল লাইনের উপর পড়ে থাকায় কিছু সময় পর রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ (৭১৬/ডাউন) ট্রেনটিকে অতিরিক্ত ২৫ মিনিট অপেক্ষা করতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপসা (৭২৮/ডাউন) ট্রেনটি চুয়াডাঙ্গা ষ্টেশন ছাড়ার পর ফার্মপাড়া ও হকপাড়ার মধ্যবর্তী স্থানে পৌছুলে ৩৩ কেভি বিদ্যুতের লাইনের গার্ডওয়্যারের সাথে ট্রেনের ছাদে থাকা দুইজন যাত্রীর ধাক্কা লাগে। এতে যাত্রী দুইজন ট্রেনের ছাদে পড়ে যায়। এ সময় তারা চিৎকার-চেচমেচি করলেও ট্রেনটি গন্তব্যের দিকে ছুটে চলে। পরে যানা যায় তাদের বড় কোন সমস্যা হয়নি। গার্ডওয়্যারের সাথে ধাক্কা লাগাতে তারা ভয় পেয়ে চিৎকার করেন। এই ৩৩ কেভি বিদ্যুতের লইনটি জাফর পুর গ্রীড থেকে চুয়াডাঙ্গার ইনকামিং বিদ্যুৎ ওজোপডিকোর সাব ষ্টেশনে এসেছে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী আহসান হাবিব সময়ের সমীকরণকে জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্থ গার্ডওয়্যারের অপসারন করে নেন এবং খুব দ্রুত নতুন গার্ডওয়্যার লাগানো হবে বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ষ্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, বিকাল ৫টার দিকে রুপসা (৭২৮/ডাউন) ট্রেনটি ষ্টেশন এলাকা ছাড়ার পর এ ঘটনা ঘটে। এতে বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তি কপতাক্ষ ট্রেনটি ছাড়তে ২৫ মিনিট বিলম্ব হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অল্পের জন্য প্রাণেরক্ষা রুপসা ট্রেনের হাজারো যাত্রীর : ২৫ মিনিট বিলম্বে কপোতাক্ষ’র যাত্রা

আপলোড টাইম : ০৫:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গায় রেললাইনের উপর দিয়ে নেয়া ৩৩ কেভি মেইন লাইনের গার্ডওয়্যার ছিড়ে বিপত্তি

নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক তার ছিড়ে যেন ট্রেনের উপর না পড়ে সে জন্য দেয়া হয় জিআই তারের তৈরী গার্ডওয়্যার। এবার সেই গার্ডওয়্যার ছিড়ে ট্রেনের উপর পড়ে ঘটলো বিপত্তি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল হাজারো ট্রেনযাত্রী। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার কদমতলা মোড় এলাকায় রেললাইনের উপর দিয়ে নেয়া ৩৩ কেভি মেইন লাইনের গার্ডওয়্যার ছিঁড়ে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা (৭২৮/ডাউন) ট্রেনের উপর পড়ে। কোন ধরণের ক্ষয়ক্ষতি কিংবা দুর্ঘটনা না হলেও অল্পের জন্য থমকে যায় ট্রেনটি। সবকিছু ঠিক ঠাক আছে এমন আশ্বাসে কিছু সময় পর আবারো ট্রেনটি যাত্রা করে। তবে তারের গার্ডওয়্যার ছিড়ে রেল লাইনের উপর পড়ে থাকায় কিছু সময় পর রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ (৭১৬/ডাউন) ট্রেনটিকে অতিরিক্ত ২৫ মিনিট অপেক্ষা করতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপসা (৭২৮/ডাউন) ট্রেনটি চুয়াডাঙ্গা ষ্টেশন ছাড়ার পর ফার্মপাড়া ও হকপাড়ার মধ্যবর্তী স্থানে পৌছুলে ৩৩ কেভি বিদ্যুতের লাইনের গার্ডওয়্যারের সাথে ট্রেনের ছাদে থাকা দুইজন যাত্রীর ধাক্কা লাগে। এতে যাত্রী দুইজন ট্রেনের ছাদে পড়ে যায়। এ সময় তারা চিৎকার-চেচমেচি করলেও ট্রেনটি গন্তব্যের দিকে ছুটে চলে। পরে যানা যায় তাদের বড় কোন সমস্যা হয়নি। গার্ডওয়্যারের সাথে ধাক্কা লাগাতে তারা ভয় পেয়ে চিৎকার করেন। এই ৩৩ কেভি বিদ্যুতের লইনটি জাফর পুর গ্রীড থেকে চুয়াডাঙ্গার ইনকামিং বিদ্যুৎ ওজোপডিকোর সাব ষ্টেশনে এসেছে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী আহসান হাবিব সময়ের সমীকরণকে জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থল থেকে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ক্ষতিগ্রস্থ গার্ডওয়্যারের অপসারন করে নেন এবং খুব দ্রুত নতুন গার্ডওয়্যার লাগানো হবে বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ষ্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, বিকাল ৫টার দিকে রুপসা (৭২৮/ডাউন) ট্রেনটি ষ্টেশন এলাকা ছাড়ার পর এ ঘটনা ঘটে। এতে বড় কোন ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তি কপতাক্ষ ট্রেনটি ছাড়তে ২৫ মিনিট বিলম্ব হয়।