ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অবশেষে পর্দায় আসছেন শাবনূর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • / ৩৯২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় রোমান্টিক নায়িকা শাবনূর। আগামী ১২ জানুয়ারি ‘পাগল মানুষ’ শিরোনামের একটি ছবির মধ্য দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার। বেশ কয়েকবছর ছবিটি আটকে ছিল। ২০১১ সালের জুন মাসে এমএ মান্নানের পরিচালনায় শুরু হয় ছবিটির শুটিং। ২০১২ সালের ২৯ ডিসেম্বর শুটিং চলাকালীন মারা যান পরিচালক। এরপরই ছবিটির শুটিং আটতে যায়। পরবর্তীতে ২০১৭ সালে বদিউল আলম খোকন ছবিটির পরিচালনার দায়িত্ব নিয়ে শুটিং শেষ করেন। এরপর সেন্সর ও যাবতীয় ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তির দিন ধার্য করা হয়। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শাবনূর বলেন, ‘মান্নান ভাই যখন ছবিটির কাজ শুরু করেন তখন আমরা সবাই বেশ আনন্দের সঙ্গেই কাজটি করছিলাম। কিন্তু হঠাৎ করে তিনি প্রয়াত হন। খুব কষ্ট পেয়েছিলাম। কাজটি শেষ করে যেতে পারলে ভালো লাগতো। তার আত্মার মাগফেরাত কামনা করছি। এরপর খোকন ভাইও বেশ যত্ম করে ছবিটির বাকি কাজ শেষ করেছেন। আশা করি দর্শকরা নিরাশ হবে না।’ দীর্ঘদিন পর সিনেপর্দায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের প্রয়োজনে অনেক কিছু জীবন থেকে বাদ দিতে হয়। তবে সিনেমা আমার রক্তে মিশে আছে। এটাকে বাদ দিতে পারিনি। আবারও পর্দায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। চেষ্টা করব মাঝে মধ্যে দর্শক ভক্তদের সামনে উপস্থিত থাকার।’ এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অবশেষে পর্দায় আসছেন শাবনূর

আপলোড টাইম : ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও পর্দায় আসছেন এক সময়ের জনপ্রিয় রোমান্টিক নায়িকা শাবনূর। আগামী ১২ জানুয়ারি ‘পাগল মানুষ’ শিরোনামের একটি ছবির মধ্য দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার। বেশ কয়েকবছর ছবিটি আটকে ছিল। ২০১১ সালের জুন মাসে এমএ মান্নানের পরিচালনায় শুরু হয় ছবিটির শুটিং। ২০১২ সালের ২৯ ডিসেম্বর শুটিং চলাকালীন মারা যান পরিচালক। এরপরই ছবিটির শুটিং আটতে যায়। পরবর্তীতে ২০১৭ সালে বদিউল আলম খোকন ছবিটির পরিচালনার দায়িত্ব নিয়ে শুটিং শেষ করেন। এরপর সেন্সর ও যাবতীয় ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তির দিন ধার্য করা হয়। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে শাবনূর বলেন, ‘মান্নান ভাই যখন ছবিটির কাজ শুরু করেন তখন আমরা সবাই বেশ আনন্দের সঙ্গেই কাজটি করছিলাম। কিন্তু হঠাৎ করে তিনি প্রয়াত হন। খুব কষ্ট পেয়েছিলাম। কাজটি শেষ করে যেতে পারলে ভালো লাগতো। তার আত্মার মাগফেরাত কামনা করছি। এরপর খোকন ভাইও বেশ যত্ম করে ছবিটির বাকি কাজ শেষ করেছেন। আশা করি দর্শকরা নিরাশ হবে না।’ দীর্ঘদিন পর সিনেপর্দায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘সময়ের প্রয়োজনে অনেক কিছু জীবন থেকে বাদ দিতে হয়। তবে সিনেমা আমার রক্তে মিশে আছে। এটাকে বাদ দিতে পারিনি। আবারও পর্দায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। চেষ্টা করব মাঝে মধ্যে দর্শক ভক্তদের সামনে উপস্থিত থাকার।’ এ ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহেন।