ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
  • / ৩৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর থেকে অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা নান্দবারের একটি সংখ্যালঘু পরিবার। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার সত্য নারায়ণ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান ওই মেয়ের পিতা নিশিত সাহা নিশু। অভিযোগে বলা হয়, আমাদের ছোট মেয়ে এ বছর আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৬ মার্চ পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে ভালাইপুর মোড় থেকে একদল দুর্বৃত্ত আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ৭ মার্চ নান্দবার গ্রামের আলী হোসেনের ছেলে তাজমুলকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হলে আমাদের মেয়েকে কৌশলে বড় মেয়ে সীমা সাহার জিম্মায় দেয়া হয়। এরপর তাকে ফরিদপুর কোতোয়ালী থানার বাকচর গ্রামে পাঠানো হয়। গত ১৯ মার্চ ফরিদপুর থেকে আবারও আমাদের মেয়েকে আবারও অপহরণ করা হয়। এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে সীমা সাহা। অপহরণের উদ্দেশ্য কী জানতে চাইলে অপহৃতের মা শিউলী সাহা কিছুই জানেন না বলে জানান। তবে জানা যায়, মুসলিম বংশের ছেলে তাজমুলের সঙ্গে প্রেমজ সম্পর্ক রয়েছে অপহৃত হিন্দু মেয়েটির। কিন্তু এ বিষয়টিও অস্বীকার করে তার পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দু’জনে এখনও অজ্ঞাত স্থানে রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে আলমডাঙ্গা ও ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর থেকে অপহৃত মেয়েকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা নান্দবারের একটি সংখ্যালঘু পরিবার। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার সত্য নারায়ণ মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পড়ে শোনান ওই মেয়ের পিতা নিশিত সাহা নিশু। অভিযোগে বলা হয়, আমাদের ছোট মেয়ে এ বছর আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৬ মার্চ পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে ভালাইপুর মোড় থেকে একদল দুর্বৃত্ত আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ৭ মার্চ নান্দবার গ্রামের আলী হোসেনের ছেলে তাজমুলকে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হলে আমাদের মেয়েকে কৌশলে বড় মেয়ে সীমা সাহার জিম্মায় দেয়া হয়। এরপর তাকে ফরিদপুর কোতোয়ালী থানার বাকচর গ্রামে পাঠানো হয়। গত ১৯ মার্চ ফরিদপুর থেকে আবারও আমাদের মেয়েকে আবারও অপহরণ করা হয়। এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে সীমা সাহা। অপহরণের উদ্দেশ্য কী জানতে চাইলে অপহৃতের মা শিউলী সাহা কিছুই জানেন না বলে জানান। তবে জানা যায়, মুসলিম বংশের ছেলে তাজমুলের সঙ্গে প্রেমজ সম্পর্ক রয়েছে অপহৃত হিন্দু মেয়েটির। কিন্তু এ বিষয়টিও অস্বীকার করে তার পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দু’জনে এখনও অজ্ঞাত স্থানে রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে আলমডাঙ্গা ও ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ।