ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অপহরণের তিন বছর পর হাফেজ হাবিবুল্লাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • / ৩৬২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: অবশেষে শৈলকুপার চতুড়িয়া গ্রামের কিশোর হাফেজ হাবিবুল্লাহ (১৭) কে ভারত থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক বিরোধর জের ধরে ২০১৪ সালে তাকে গ্রামে কিডন্যাপ করে ভারতে পাচার করা হয়। সে চতুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল মঙ্গলবার তাকে আদালত থেকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে সিআইডি। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন খবরের সত্যতা স্বীকার করে বলেন, ২০১৪ সালে হাফেজ হাবিবুল্লাহ অপহরণ হয়। সেই মামলায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইড। উল্লেখ্য ২০১৪ সালে চতুড়িয়া গ্রামের হারুন, শহিদুল, আব্দুল হাই ও মহেশপুরের জনি এবং বদিয়ার তাকে কিডন্যাপ করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ জনিকে গ্রেফতার করে। পরবর্তীতে জনির দেওয়া তথ্যমতে সিআইডি ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে হাবিবুল্লাহকে উদ্ধার করতে সমর্থ হলো। হাবিবুল্লাহর মা হামিদা বেগম তার ছেলেকে উদ্ধারের জন্য সরকার ও সিআইডিকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অপহরণের তিন বছর পর হাফেজ হাবিবুল্লাহ

আপলোড টাইম : ১২:১৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহ অফিস: অবশেষে শৈলকুপার চতুড়িয়া গ্রামের কিশোর হাফেজ হাবিবুল্লাহ (১৭) কে ভারত থেকে উদ্ধার করা হয়েছে। সামাজিক বিরোধর জের ধরে ২০১৪ সালে তাকে গ্রামে কিডন্যাপ করে ভারতে পাচার করা হয়। সে চতুড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল মঙ্গলবার তাকে আদালত থেকে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে তার বাবা মায়ের কাছে হস্তান্তর করে সিআইডি। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন খবরের সত্যতা স্বীকার করে বলেন, ২০১৪ সালে হাফেজ হাবিবুল্লাহ অপহরণ হয়। সেই মামলায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে সিআইড। উল্লেখ্য ২০১৪ সালে চতুড়িয়া গ্রামের হারুন, শহিদুল, আব্দুল হাই ও মহেশপুরের জনি এবং বদিয়ার তাকে কিডন্যাপ করে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ জনিকে গ্রেফতার করে। পরবর্তীতে জনির দেওয়া তথ্যমতে সিআইডি ভারতের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে হাবিবুল্লাহকে উদ্ধার করতে সমর্থ হলো। হাবিবুল্লাহর মা হামিদা বেগম তার ছেলেকে উদ্ধারের জন্য সরকার ও সিআইডিকে ধন্যবাদ জানিয়েছেন।