ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অটোচালককে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮
  • / ৪১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ভিজে স্কুলের সামনে থেকে চোখ-মুখ বেঁধে সিএন্ডবিপাড়ার মাঠে নিয়ে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে মাহফুজ (১৪) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত মাহফুজ চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে। তারা কোর্টপাড়ায় ভাড়াবাড়িতে থাকে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সিএন্ডবি মাঠের ভিতরে তাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
জানা যায়, মাহফুজ প্রতিদিনের ন্যায় রাতে ইজিবাইক নিয়ে বড়বাজার থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হন। ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড়ের বজলুর রহমানের ছেলে সাগর (২০), সিএন্ডবিপাড়ার বাবুর ছেলে তুহিন (১৮), হেকুর ছেলে চাঁন মিয়া (১৭) এবং অজ্ঞাত আরো ২/৩ জন গাড়ির গতিরোধ করে মাহফুজকে পিটিয়ে চোখ ও মুখ বেধে তার ইজিবাইকে করে সিএন্ডবিপাড়ার মাঠের ভিতর নিয়ে যায়। সেখানে তারা তাকে রড, রামদা ও জিআই পাইপ দিয়ে আঘাত করে। মাহফুজ তার ইজিবাইক ফেলে রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে সার্কিট হাউজের সামনে আসে এবং এক মোটরসাইকেল আরোহীর সাথে কোর্টমোড়ে আসে। এসময় তার পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আহত মাহফুজের সাথে কথা বললে সে জানায়, সাগর, তুহিন ও চাঁন প্রায়ই তার ইজিবাইকে উঠে বিভিন্ন জায়গায় ঘুরত। তাদের কথামতো না চললে এবং ভাড়া চাইলে তারা আমাকে হুমকি দিত। এরই প্রেক্ষিতে গত দুই সপ্তাহ আগে নতুন বাজারে তাকে মারধর করে অভিযুক্তরা। সর্বশেষ গতকাল তাকে হত্যা করার চেষ্টা চালায়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে বলে আহত’র পরিবারের পক্ষ থেকে জানানে হয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কোর্ট পাড়ায় আহত’র বাড়িতে অভিযুক্তরা ইজিবাইকটি রেখে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হকের সাথে কথা বললে তিনি জানান, ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অটোচালককে কুপিয়ে জখম : হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ

আপলোড টাইম : ১০:১৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গা ভিজে স্কুলের সামনে থেকে চোখ-মুখ বেঁধে সিএন্ডবিপাড়ার মাঠে নিয়ে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে মাহফুজ (১৪) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত মাহফুজ চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে। তারা কোর্টপাড়ায় ভাড়াবাড়িতে থাকে। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে সিএন্ডবি মাঠের ভিতরে তাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।
জানা যায়, মাহফুজ প্রতিদিনের ন্যায় রাতে ইজিবাইক নিয়ে বড়বাজার থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হন। ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড়ের বজলুর রহমানের ছেলে সাগর (২০), সিএন্ডবিপাড়ার বাবুর ছেলে তুহিন (১৮), হেকুর ছেলে চাঁন মিয়া (১৭) এবং অজ্ঞাত আরো ২/৩ জন গাড়ির গতিরোধ করে মাহফুজকে পিটিয়ে চোখ ও মুখ বেধে তার ইজিবাইকে করে সিএন্ডবিপাড়ার মাঠের ভিতর নিয়ে যায়। সেখানে তারা তাকে রড, রামদা ও জিআই পাইপ দিয়ে আঘাত করে। মাহফুজ তার ইজিবাইক ফেলে রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে সার্কিট হাউজের সামনে আসে এবং এক মোটরসাইকেল আরোহীর সাথে কোর্টমোড়ে আসে। এসময় তার পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আহত মাহফুজের সাথে কথা বললে সে জানায়, সাগর, তুহিন ও চাঁন প্রায়ই তার ইজিবাইকে উঠে বিভিন্ন জায়গায় ঘুরত। তাদের কথামতো না চললে এবং ভাড়া চাইলে তারা আমাকে হুমকি দিত। এরই প্রেক্ষিতে গত দুই সপ্তাহ আগে নতুন বাজারে তাকে মারধর করে অভিযুক্তরা। সর্বশেষ গতকাল তাকে হত্যা করার চেষ্টা চালায়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে বলে আহত’র পরিবারের পক্ষ থেকে জানানে হয়েছে। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কোর্ট পাড়ায় আহত’র বাড়িতে অভিযুক্তরা ইজিবাইকটি রেখে যায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হকের সাথে কথা বললে তিনি জানান, ইজিবাইক চালককে কুপিয়ে জখম করার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে অভিযুক্তদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি জানান।