ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অক্টোবরে দুই বাংলায় জয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শুনে অবাক হওয়ার কিছু নেই। গত সপ্তাহটি ছিল জয়া আহসানের জন্য বিশেষ। কারণ ১০ই সেপ্টেম্বর সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’র ট্রেইলার প্রকাশ উপলক্ষে একসঙ্গে একই ছাদের নিচে হাজির হয়েছিলেন এ ছবির কলাকুশলীরা। নিজের অভিনীত ছবি তাই কোনো দেরি না করে বাংলাদেশ থেকে উড়াল দিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। ‘এক যে ছিল রাজা’ ছবিটির ট্রেইলার দেখে হলুদরঙা পোশাকে হাস্যোজ্জ্বল জয়ার চোখে-মুখে যেন লেগেছিল তৃপ্তির ছোঁয়া। এরইমধ্যে ৮ লাখ দর্শক ট্রেইলারটি দেখেছেন। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন, তাদের কাছ থেকেও ট্রেইলার প্রকাশের দিন জয়া পেয়েছেন ভূয়সী প্রশংসা। ভারতের অপর্ণা সেন, অঞ্জন দত্তের মতো ব্যক্তিদের সান্নিধ্যও বেশ উপভোগ্য ছিল বলে জানান জয়া আহসান। তিনি এ ছবি প্রসঙ্গে জানান, ছবিতে এক জমিদারের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসছে অক্টোবরের ১২ তারিখ কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘এক যে ছিল রাজা’ মুক্তি পাবে। জয়া কিছুদিন আগে আরো বলেছিলেন, তার অভিনীত ঐতিহাসিক গল্পের পটভূমিকায় নির্মিত এ ছবি ও তার চরিত্র দর্শক গ্রহণ করবে একটু অন্য রকমভাবেই। যার প্রমাণ ছবিটির ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারেও মিলেছে। জয়া আরো বলেন, আমি শুধু আমাকে ওই চরিত্রে ধারণ করার চেষ্টাটুকু করেছি, বিশ্লেষণ করবেন দর্শক, তাদের চোখে যে রায় ধরা দেবে, তা-ই মেনে নেব। এদিকে জয়া ভক্তদের প্রত্যাশা, ‘এক যে ছিল রাজা’ ছবিতে এ অভিনেত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে ধরা দেবে। এদিকে জয়া আহসান অভিনীত কলকাতার আরো কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলোর মধ্যে অন্যতম ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল ‘বিজয়া’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘কণ্ঠ’, কবি জীবনানন্দ দাশের বায়োপিক অবলম্বনে নির্মিত ‘ঝরা পালক’ (এ ছবির শুটিং এখনো খানিকটা বাকি আছে)। এছাড়া রয়েছে অর্ণব পালের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নামে একটি থ্রিলারধর্মী ছবি। আর বাংলাদেশে জয়ার অভিনীত এবং প্রযোজিত ছবি ‘দেবী’ অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সেই হিসেবে অক্টোবরে দুই বাংলায় জয়া অভিনীত দুটি ছবি মুক্তি পাবে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এরইমধ্যে ফ্যাশন হাউস বিশ্বরঙ এই ছবির প্রচারণায় যুক্ত হয়েছে। সামনে ভিন্ন ধরনের আরও প্রচারণার পরিকল্পনা আছে বলে জানান জয়া। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি-তে সিনেমা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পর্দায় নিয়ে আসা হচ্ছে। মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া ছবিতে রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর আহমেদ সাবেত চরিত্রে ইরেশ যাকেরকে দেখা যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অক্টোবরে দুই বাংলায় জয়া

আপলোড টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮

বিনোদন ডেস্ক: শুনে অবাক হওয়ার কিছু নেই। গত সপ্তাহটি ছিল জয়া আহসানের জন্য বিশেষ। কারণ ১০ই সেপ্টেম্বর সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’র ট্রেইলার প্রকাশ উপলক্ষে একসঙ্গে একই ছাদের নিচে হাজির হয়েছিলেন এ ছবির কলাকুশলীরা। নিজের অভিনীত ছবি তাই কোনো দেরি না করে বাংলাদেশ থেকে উড়াল দিয়ে যথাসময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। ‘এক যে ছিল রাজা’ ছবিটির ট্রেইলার দেখে হলুদরঙা পোশাকে হাস্যোজ্জ্বল জয়ার চোখে-মুখে যেন লেগেছিল তৃপ্তির ছোঁয়া। এরইমধ্যে ৮ লাখ দর্শক ট্রেইলারটি দেখেছেন। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেছেন, তাদের কাছ থেকেও ট্রেইলার প্রকাশের দিন জয়া পেয়েছেন ভূয়সী প্রশংসা। ভারতের অপর্ণা সেন, অঞ্জন দত্তের মতো ব্যক্তিদের সান্নিধ্যও বেশ উপভোগ্য ছিল বলে জানান জয়া আহসান। তিনি এ ছবি প্রসঙ্গে জানান, ছবিতে এক জমিদারের বোনের চরিত্রে অভিনয় করছেন তিনি। আসছে অক্টোবরের ১২ তারিখ কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘এক যে ছিল রাজা’ মুক্তি পাবে। জয়া কিছুদিন আগে আরো বলেছিলেন, তার অভিনীত ঐতিহাসিক গল্পের পটভূমিকায় নির্মিত এ ছবি ও তার চরিত্র দর্শক গ্রহণ করবে একটু অন্য রকমভাবেই। যার প্রমাণ ছবিটির ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেইলারেও মিলেছে। জয়া আরো বলেন, আমি শুধু আমাকে ওই চরিত্রে ধারণ করার চেষ্টাটুকু করেছি, বিশ্লেষণ করবেন দর্শক, তাদের চোখে যে রায় ধরা দেবে, তা-ই মেনে নেব। এদিকে জয়া ভক্তদের প্রত্যাশা, ‘এক যে ছিল রাজা’ ছবিতে এ অভিনেত্রীর চলচ্চিত্র ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হয়ে ধরা দেবে। এদিকে জয়া আহসান অভিনীত কলকাতার আরো কয়েকটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। সেগুলোর মধ্যে অন্যতম ‘বিসর্জন’ ছবির সিক্যুয়াল ‘বিজয়া’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘কণ্ঠ’, কবি জীবনানন্দ দাশের বায়োপিক অবলম্বনে নির্মিত ‘ঝরা পালক’ (এ ছবির শুটিং এখনো খানিকটা বাকি আছে)। এছাড়া রয়েছে অর্ণব পালের ‘বৃষ্টি তোমাকে দিলাম’ নামে একটি থ্রিলারধর্মী ছবি। আর বাংলাদেশে জয়ার অভিনীত এবং প্রযোজিত ছবি ‘দেবী’ অক্টোবরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সেই হিসেবে অক্টোবরে দুই বাংলায় জয়া অভিনীত দুটি ছবি মুক্তি পাবে। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এরইমধ্যে ফ্যাশন হাউস বিশ্বরঙ এই ছবির প্রচারণায় যুক্ত হয়েছে। সামনে ভিন্ন ধরনের আরও প্রচারণার পরিকল্পনা আছে বলে জানান জয়া। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি-তে সিনেমা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’কে পর্দায় নিয়ে আসা হচ্ছে। মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া ছবিতে রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ আর আহমেদ সাবেত চরিত্রে ইরেশ যাকেরকে দেখা যাবে।