এম এ মামুন
সোনার দেশে নানান দোষের
মানুষ গেছে ভরে,
কৃষিঋণের আত্মসাতের টাকা
যাচ্ছে কাদের ঘরে?
যেখানে যাও দুর্নীতি পাও
ঘরে ও বাইরে,
এমন সোনার দেশটা বলো
কোথাই গেলে পাইরে?
দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন
আর তো হবে না,
সোনার দেশে সোনা ফলাও
এই তো ভাবনা।
খবর: (কালীগঞ্জে মৃতের নামে কৃষিরঋণের ২ কোটি টাকা আত্মসাৎ)