দর্শনা অফিস: দর্শনা শান্তি পাড়ায় যশোরের দেলোয়ার হোসেন (৫০) নেশা করতে এসে হার্টফেল করে মৃত্যু বরণ করেছে। গতকাল বুধবার সকাল ১১টার শান্তিপাড়ার জনৈক ব্যাক্তির বাড়িতে নেশা করে আসে। নেশা করার পর শান্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকট এসে পড়ে যায়। এসময় স্কুলের ছেলে মেয়েরা তার মাথায় পানি দেওয়ার এক পর্যায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে লাশের।