মুন্সিগঞ্জ প্রতিনিধি: বাঙালি জাতির পারস্পরিক সম্পর্কের বন্ধন কে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলি আয়োজন উৎসব সবিশেষ ভূমিকা পালন করে। আর এই বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য গতকাল মুন্সিগঞ্জ গার্লস স্কুল প্রাঙ্গনে মুন্সিগঞ্জ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে বৈশাখী পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিযোগীদের হাতের তৈরি ভিন্ন ভিন্ন রকম ও স্বাদের পিঠায় মুখরিত হয়ে উঠে এই পিঠা উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীয়া ব্যাক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ কুমার আগরওয়ালা, শংকর কুমার পাত্র, দেবেন্দ্রনাথ দোবে বাবুলাল ও ইসমত আরা প্রমূখ। সর্বশেষে প্রত্যেক প্রতিযোগীদের হাতে সন্মাননা স্বরুপ পুরস্কার তুলে দেওয়া হয়।