দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশের জয়রামপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২বোতল ফেন্সিডিল ও ৩লিটার বাংলা মদ সহ ১জনকে আটক করেছে। জানাযায়,গত মঙ্গলবার আনুমানিক রাত ১০টা দিকে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড আফিসার এসআই আনোয়ার হোসেন ও এএসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর গ্রামের বাগান পাড়ার মাদক ব্যাবসায়ী শরিফুলের(৩০) বাড়িতে মাদক বিরোধী আভিযান চালিয়ে বাড়ি তল্লাশী করে ১২ বোতল ফেন্সিডিল ও ৩লিটার বাংলা মদ সহ শরিফুলকে আটক করে।মাদক ব্যাবসায়ী শরিফুল(৩০) জয়রামপুর গ্রামের মৃত-লৎফর রহমানের ছেলে।আটককৃত শরিফুলের(৩০) বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং গতকাল বুধবার শরিফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান,আটককৃত শরিফুল একজন মাদক ব্যাবসায়ী আর জেলাই এখন মাদক বিরোধী আভিযান চলছে তাই মাদকের সঙ্গে কোন আপোষ নয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার স্যারের নির্দেশেই এই আভিযান আব্যাহত রাখা রয়েছে।