মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা ছয়ঘরিয়ায় চাচার বিরুদ্ধে ৩য় শ্রেণীতে পড়ুয়া ভাতিজীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ৪ টার দিকে বলেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইঁলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া-মধুপুর গ্রামের মৃত: মসলেম হোসেনের পুত্র বিল্লাল হোসেন (৫০) জোরপূর্বক একই গ্রামের গোলাম মেহির কন্যা ৩য় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায়। লম্পট বিল্লাল হোসেন সম্পর্কে ওই স্কুলছাত্রীর চাচা হয়। ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্রামের এক মামার বাসায় বাথরুমে যায়। ওই সময় বাসায় কেউ না থাকার সুযোগে লম্পট বিল্লাল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এমন সময় বাসায় মামা মামি প্রবেশ করলে বিষয়টি তাদের চোখে পড়ে। তারা বিষয়টি ঘোলদাড়ি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামকে জানালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত চাচা বিল্লাল হোসেনকে আটক করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। এব্যাপারে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।