– এম এ মামুন
হলুদ খাবি মসলা-ঝাল
এসব এখন সব বেতাল,
গুঁড়া হলুদ সিসায় ভরা
ক্যানসারে যাবেন মারা।
পারলে বেটে হলুদ খান
বাঁচবে তাতে সবার প্রাণ,
আর নেব না সিসার ঘ্রাণ
নিজের হাতে হলুদ বানান।
বাড়ির খালি জায়গাতে
হলুদ লাগান সামান্যতে,
তাতেই চলবে বারো মাস
বাঁচবে জীবন সুখে হাস।
খবর: (গুঁড়া হলুদের বিষাক্ত সিসা শিশুর মস্তিষ্ক বিকাশে বাধা)