খবর: (দামুড়হুদার গোপালপুরে ভূয়া ডাক্তার)
ডাক্তার বাবু ডাক্তার বাবু
রোগী দেখেন রোজ।
মোটা অংকের ফি নেন,
করেন ভুড়ি ভোজ।
নাই ডিগ্রি হাতে খড়ির
তবুও সে ডাক্তার।
ফি হাকান পাঁচশ-হাজার
ভারত বাড়ী তার।
ধান্দাবাজ কিছু লোকে,
দেয় তাকে সাহস।
ভাওতাবাজী করে সে,
কাকে দেবো দোষ।
– এম এ মামুন