ভয় দেখিয়ে চাঁদাবাজী,
করেন মাস্টার মশাই।
এভাবে যে আরো কোথায়
কার কত যে খসাই।
এসব কথা হয়ে গেছে ফাঁস,
সহ্য করুন বাঁশ।
টাকার নেশায় মরন দশায়,
এবার করেন যে হাঁসফাস।
যাদের কাছে জাতির জন্য,
অনেক কিছুই চাওয়া।
তাদের স্বভাব চাঁদা চাওয়া,
দাও উচিত তার দাওয়া।
– এম এ মামুন