খবর:( চুয়াডাঙ্গা জীবননগরে দূর্ধর্ষ ডাকাতি স্বামী- স্ত্রী- কন্যাকে কুপিয়ে জখম )
ডাকাত ডাকাত ডাকাত দল,
ইচ্ছা মত তাদের চল।
করছে তারা রোজ ডাকাতি,
রাস্তা ঘাটে বহুতল।
পুলিশে যেন থোড়াই কেয়ার,
দেখায় তারা বাহুবল।
ডাকাতশেষে এই স্বদেশে,
গড়বে বুঝি মহাদল।
দিনে দিনে বাড়ছে ডাকাত,
কমছে না তো মোটে।
শান্তি নেইকো বাড়ী ঘরে,
ঘুম আসে না খাটে।
– এম এ মামুন