টাকা নেবো, ভোট দিবো,
আমি একজন ভোটার!
ইচ্ছা মত, করবো বদল,
নয়তো কোন ম্যাটার।
টাকা নিয়ে, ভোট বেচঁবো,
দেখে হাব-ভাব।
ভোটের আগে, পক্ষ বদল
আমার যে স্বভাব!
কর্মচারী ইউনিয়ন, গোল্লায় যাক,
না খেয়ে মরুক!
নীতি আদর্শ কি হবে?
টাকায় পকেট ভরুক।
-হুসাইন মালিক
Copyright 2016 all rights reserved @ Design by Protechtionserver