এক পশলা বৃষ্টিতেই পানিবন্দি!
চুয়াডাঙ্গাসহ শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার শত শত পরিবার
নিজস্ব প্রতিবেদক: এক পশলা বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণ পাড়ার শত শত পরিবার। ফলে এলাকার নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের এক হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে হয়। কেউ কেউ সাইকেল-মটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিচলে পানির মধ্যে পড়ে গিয়ে হাত-পা ভাঙ্গেন। আবার কোমলমতি ছাত্র-ছাত্রীরা পানি পার হতে গিয়ে নষ্ট করছে বই খাতাসহ পরনের পোষাক।
সরেজমিন এলাকায় গিয়ে দেখা গেছে, দৌলাতদিয়াড় দক্ষিণ পাড়ার প্রধান সড়কের আমজাদ হোসেনের বাড়ি থেকে জহুরুল জোয়ার্দ্দারের বাড়ি পর্যন্ত পাঁকা সড়ক এবং সড়ক সংলগ্ন মুক্তার আলি মাষ্টারের বাড়ি থেকে মাথাভাঙ্গা ব্রিজ সন্নিকটে মজিবর রহমানের বাড়ি পর্যন্ত হেরিংবন্ড রাস্তা একটু বৃষ্টি হলে হাটু পানি হয়ে যায়। যা শুকাতে কমপক্ষে এক সপ্তাহ সময় লেগে যায়।
এ ব্যাপারে আলুকদিয়া ইউপির সাবেক মেম্বার এনজিও কর্মী আদিল হোসেন জানান, দীর্ঘদিন থেকে এ অবস্থার মধ্যে চলাচল করলেও দেখার কেউ নেই। স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, পানির মধ্যে দিয়ে বড়দের পাশাপাশি বাচ্চা ছেলেমেয়েদের স্কুল প্রাইভেটে নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয়। স্থানীয় আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, রাস্তা দুটিতে ড্রেন নির্মানের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে প্রকল্প জমা দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ দুটি বাস্তবায়ন করা হবে।